Monday, November 10, 2025

সৌরভকে বিচারপতি জৈনের পাঠানো চিঠি নিয়েই ধোঁয়াশা

Date:

Share post:

স্বার্থ-সংঘাত ইস্যুতে বিসিসিআই-এর এথিক্স অফিসারের তরফে প্রাক্তন জাতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে পাঠানো নির্দেশ নিয়ে জলঘোলা চলছেই। বিচারপতি ডিকে জৈনের পাঠানো চিঠি পুরনো, সাফ বলে দিচ্ছেন সৌরভ। অন্যদিকে এক সর্বভারতীয় সংবাদসংস্থা চিঠিটি ফাঁস করেছে। তাদের প্রচার অনুযায়ী, বিচারপতি জৈন সম্প্রতি চিঠিটি ভারতীয় বোর্ডকে দিয়েছেন এবং সেখানে নির্দেশ দেওয়া হয়েছে, সৌরভ যেন একসঙ্গে দু’টি পদে না থাকেন।

সৌরভের কথায় যুক্তি রয়েছে।

আরও পড়ুন – এবার টেস্টেও ওপেন করুক রোহিত, পরামর্শ সৌরভের

প্রথমত, সৌরভের মতে, ‘প্রিন্স অব ক্যালকাটা’ এই মুহূর্তে ‘সিএবি সভাপতি’ হিসেবে একটিমাত্র পদেই আসীন। তাঁর সঙ্গে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলটির চুক্তি শেষ হয়ে গিয়েছে। ফলে আইপিএল-এর প্রেক্ষিতে স্বার্থ-সংঘাতের কোনও প্রশ্নই উঠতে পারে না। গত মে মাসেই এই চুক্তি শেষ হয়েছে বলে জানা গিয়েছে। তবে আগামী বছর ফের দিল্লির ডাগআউটে মহারাজ বসবেন কি না, তা এখনই বলা যাচ্ছে না। দিল্লির দলটি নিশ্চিত ভাবেই সৌরভকে চাইবে। ততদিনে বোর্ডেও হয়তো আমূল বদল ঘটবে। কারণ আগামী মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডে নির্বাচন হয়ে যাবে। সিওএ-র শাসনকাল হয়তো শেষ করে ক্রিকেট কর্তারাই ফের ক্ষমতায় আসবেন। তখন এই স্বার্থ-সংঘাত ইস্যু কোথায় গিয়ে পৌঁছবে এবং কতটা পাত্তা দেওয়া হবে, তা তখনই জানা যাবে।

দ্বিতীয়ত, বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি থেকে সৌরভ আদৌ পদত্যাগ করেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সেই প্রেক্ষিতে সৌরভর সাফ কথা, “আমি যদি ওই পদ থেকে পদত্যাগ না করি, তাহলে নতুন কমিটি তৈরি হল কীভাবে ? নতুন কোচ বাছাই করলেন নবাগতরা। তা-ই বা কী ভাবে সম্ভব হল ?” সৌরভের এই যুক্তিকে সমর্থন করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ফলে বোর্ডের এথিক্স অফিসার বিচারপতি ডি কে জৈনের চিঠি নিয়েই ধোঁয়াশা তৈরি হয়েছে। ক্রিকেটমহলের একাংশ বলছেন, চিঠিটি পুরনোই হবে। এতকিছু জানার পরেও বিচারপতি জৈন কি এখন এই চিঠি পাঠিয়ে বসবেন!

আরও পড়ুন – মহারাজের ঢাকের তালে হল ‘কলকাতাশ্রী’-র উদ্বোধন

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...