বুধবার শুনানি হচ্ছে, তবে হাইকোর্টের “আত্মসমর্পণ” পরামর্শ অস্বস্তি বাড়লো রাজীবের

আলিপুরে নিম্ন আদালতে আর্জি খারিজ হওয়ার পর মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আগাম জামিনের আবেদন করেন ADG CID রাজীব কুমারের আইনজীবী দেবাশিস রায়। আগামীকাল বুধবার বিচারপতি সহিদুল মুন্সির ডিভিশন বেঞ্চ দুপুর আড়াইটা এই মামলার শুনানির নির্দেশ দিয়েছেন।

যদিও ডিভিশন বেঞ্চের অপর বিচারপতি শুভাশিস দাশগুপ্তের পর্যবেক্ষণে চরম অস্বস্তিতে রাজীব কুমার শিবির। বিচারপতি শুভাশিস দাসগুপ্ত রাজীবের আইনজীবিদের তার মক্কেলকে আত্মপক্ষ সমর্থনের পরামর্শ দেন।

এদিন রাজীব কুমারের আইজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বলেন, “আপনার মক্কেল আত্মপক্ষ সমর্থন করছেন না কেন? ওনাকে বলুন আত্মসমর্পণ করতে।” বিচারপতির এই মন্তব্যের পর কিন্তু আইনি মহল মনে করছে, আগাম জামিন সংক্রান্ত মামলায় হাইকোর্টেও ধাক্কা খেতে পারেন কলকাতার প্রাক্তন নগরপাল।

আরও পড়ুন-এবার রাজীব কুমারের খোঁজে মেচেদার হোটেলে হানা দিল সিবিআই

 

Previous articleবর্ডারের কাহিনি বলবে কেষ্টপুর প্রফুল্লকানন
Next article‘টালা বারোয়ারি’তে এবার ‘সোনায় মোড়া 99’