Sunday, December 28, 2025

রবিবার থেকে বাস চলাচল বন্ধ টালা ব্রিজে

Date:

Share post:

রবিবার থেকেই টালা ব্রিজে বাস চলাচল নিষিদ্ধ করল প্রশাসন। বন্ধ ভারী গাড়ি চলাচলও। শুধু, ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলতে পারবে। ৩ টনের বেশি ওজনের গাড়ি চলাচল করবে না। মাল বোঝাই গাড়ি যাবে না। সেখান দিয়ে 600 বাস চলে। শুক্রবার, পরিবহন, পূর্ত দফতর এবং রাইটস-এর বিশেষজ্ঞদের নিয়ে নবান্ন বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধের যে সুপারিশ বিশেষজ্ঞরা করেছিলেন তাতে সিলমোহর দেওয়া হয়। বৈঠক শেষে একথা জানান কলকাতার মেয়র তথা নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পরিবহন সচিব বলেন, টালা সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে ৩ টনের বেশি ওজনের কোনও যান যেন ওই সেতু দিয়ে চলাচল না করে। সেই মতো ছোট গাড়ি এবং ছোট পণ্যবাহী গাড়ি চলবে। ব্রিজে বসছে হাইট বার।

পরিবহন সচিব জানান, তাঁরা পুলিশের সঙ্গে বৈঠক করে বিকল্প রুট তৈরি করছেন। শনিবারই সেই রূপরেখা তৈরি হয়ে যাবে।
রেল ও মেট্রো কর্তৃপক্ষকে পরিবহন দফতর আবেদন করেছে, সেতু বন্ধ থাকাকালীন ট্রেনের সংখ্যা যেন বাড়ানো হয়। পাশাপাশি, বেশি সংখ্যক ট্রেন যদি নোয়াপাড়া অবধি চালানো যায়।

পণ্যবাহী ভারী গাড়ি এবং বাস চলাচল বন্ধ করে রাইটস। তাদের মতে ৫৭ বছরের পুরনো ওই সেতুর যা হাল যে কোনও দিন মাঝেরহাট সেতু দুর্ঘটনা মতো ঘটনা ঘটতেই পারে। কারণ, যে প্রযুক্তিতে মাঝেরহাট সেতু তৈরি হয়েছিল, টালা সেতুও সেই একই প্রযুক্তিতে তৈরি। সেতুর স্বাস্থ্য পরীক্ষা করে বিশেষজ্ঞরা জানান, সেতুর লোহার জাল, ভার বহন করতে করতে নীচের দিকে নেমে এসেছে। ফলে মূল কাঠামোতে ক্ষতি হয়েছে। এরপরেই বড় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে, পুজোর মুখে এই সিদ্ধান্তে চিন্তায় সব মহল।

আরও পড়ুন-পাওয়ার ইডি দফতরে যাওয়ার আগেই ইডির ফোন তাঁর কাছে! কিন্তু কেন?

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর নাম-ছবি ব্যবহার করে ভুয়ো ‘সরকারি বিজ্ঞাপন’! সতর্কবার্তা রাজ্য পুলিশের

হুবহু সরকারি বিজ্ঞাপনের মতো, আছে রাজ্যের মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) নাম ছবি সব কিছু। কিন্তু পা দিলেই বিপদ! কি...

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...