Saturday, November 15, 2025

এ কী দেখলাম, টাকি বয়েজকে স্যালুট। কুণাল ঘোষের কলম

Date:

Share post:

কুণাল ঘোষ

আমি রীতিমত বিস্ময়ে হতবাক।
এটা আমাদের সেই সরকারি মধ্যবিত্ত বাঙালি স্কুল? এটা সেই টাকি বয়েজ?
এ আমি কী দেখছি!!
ঘোর কাটতে অনুভব করলাম, ঠিক দেখছি, এটাই টাকি বয়েজ।

শুক্রবার ইউনিভার্সিটি ইন্সটিটিউট হলে স্কুলের বার্ষিক অনুষ্ঠান। যত কাজ থাকুক, এই অনুরোধ রক্ষা করতেই হয়। নিজের মনের নির্দেশ। একটি কাজ সেরে গেছি একটু দেরিতে। মঞ্চে তখন ভরপুর অনুষ্ঠান।

কিন্তু এ কী দেখলাম। আমাদের শৈশব থেকে দেখা সেই ভেতো বাঙালি টাকির আজকের খুদেরা এ কী করছে? ইংরেজিতে নাটক, স্বার্থপর দৈত্য। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে অসাধারণ নাচের উপস্থাপনা। ভাষা সাবলীল, শরীরী ভাষা অনায়াস। আমি অভিভূত। এই তল্লাটের বাংলা স্কুলের মধ্যে ইংলিশ মিডিয়াম শাখা শুরু হল তো এই সেদিন। তার মধ্যেই বিলিতি সংস্কৃতির আঙিনায় ছোটদের এমন বিচরণ ! এটা শুধু দৃষ্টিনন্দন নয়, দরকারিও বটে। ঘোষিত নামি উচ্চমার্গের ইংরেজি মাধ্যমকে টেক্কা দেওয়ার ইঙ্গিত রাখল টাকি।

আর শুধু ইংরেজি নয়; বাংলা উপস্থাপনার বৈচিত্রও নজরকাড়া। পরিচিত নানা গানের মিশ্রণভাবনা ও তার ভিত্তিতে গীতিনৃত্য, মন্ত্রমুগ্ধ ছিলাম সত্যিই। সুস্থ সময়োপযোগী সংস্কৃতির নিপুণ বিচ্ছুরণ। তার মধ্যে ছবি তোলার প্রতিযোগিতার পুরস্কার বিতরণও। সেখানেও দক্ষতার ছাপ। শিক্ষকশিক্ষিকা, ছাত্ররা মিলে এক সার্বিক সুন্দর বার্ষিক অনুষ্ঠান উপহার দিলেন পুজোর আগে। সঙ্গে যোগ্য সঙ্গতে প্রাক্তনীরা; উপভোগ্য রাজর্ষির সেতার।

আমি আন্তরিক ধন্যবাদ জানাব প্রধান শিক্ষিকা স্বাগতা মল্লিক বসাক এবং আজকের শিক্ষকশিক্ষিকাদের। তাঁরা সত্যিই ছেলেগুলোকে ঠিকভাবে তৈরি করছেন। পড়াশোনায় এবং এই সাংস্কৃতিক ময়দানে। টাকি বয়েজের ঐতিহ্য এঁদের হাতে নিরাপদ, সুরক্ষিত। সহকারী প্রধান শিক্ষক অমিত ছুটছে আয়োজনে। ওদিকে আরেক শিক্ষক অর্ক দুরন্ত তবলায় প্রাণ দিচ্ছে মঞ্চের পারফরমেন্সকে। শিলাদিরা খুদেদের সামলাচ্ছেন। সব মিলিয়ে এক স্বতঃস্ফূর্ত অথচ সুপরিকল্পিত প্রদর্শন, যা একটি স্কুলের গুণগত মান বুঝিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। বিশ্বজিতদা, রাজীবদা, অশোক, আমরা, প্রাক্তনী টিব্যাক সদস্যরা সম্মোহিত। কবে কোন কালে বাবা মায়ের হাত ধরে ক্লাস ওয়ানে ভর্তি হতে আসা। ফ্ল্যাশব্যাকে কত মুহূর্ত। আজ আমরা দেখছি, বাংলা মাধ্যমের কোনো হীনমন্যতা নয়; বাংলার ভিতের উপর উঠছে স্মার্ট ইংরেজির পোক্ত কাঠামো; আমাদের নিজস্ব সংস্কৃতির ভিতের উপর বিশ্ব সংস্কৃতির আবাহন; আমাদের মাতৃভূমি টাকি বয়েজ এগিয়ে চলেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে। মাথা উঁচু করে।
প্রাক্তণ শিক্ষকশিক্ষিকারা ভিত গড়েছেন গভীরে। আজকের শিক্ষকশিক্ষিকারা নির্মাণ তুলছেন আকাশ ছুঁতে।
স্যালুট তাঁদের।

আমি গর্বিত আমি সরকারি বাংলা মাধ্যম স্কুলের ছাত্র।
এবং, আমি গর্বিত আমি ছিলাম টাকি বয়েজের ছাত্র।

spot_img

Related articles

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...