টেস্টে প্রথম ওপেনেই রোহিতের সেঞ্চুরি, বেকায়দায় প্রোটিয়ারা

প্রথম দিনের শেষে ভারতের স্কোর – ২০২/০

এতদিন রোহিত শর্মাকে টি-২০ ও একদিনের ফরম্যাটে ওপেন করতে দেখা যেত। প্রায়শই তাঁর ব্যাটের ওপর ভর করে দুরন্ত জয় পেয়েছে কোহলি ব্রিগেড। এবার পালা ছিল টেস্টে নিজেকে প্রমাণ করার। তাঁর ওপর ভরসা করেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টও। আর সেই ভরসার যোগ্য মর্যাদা দিয়েছেন ‘হিটম্যান’। বিশাখাপত্তনামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ, বুধবার প্রথম টেস্টে ওপেন করার কথা ছিল রোহিতের। আর প্রথমবারের সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন রোহিত

আরও পড়ুন – আড়াই মাস এগোল জয়েন্ট

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর অধিনায়কের সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়াল। দুজনের ব্যাটিং দাপটের জেরে নাস্তানাবুদ হয়েছেন প্রোটিয়া বোলাররা।

কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি ভারতের এই দুই ওপেনার। প্রথম দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে রবি শাস্ত্রীর শিষ্যদের স্কোর ২০২। রোহিতের সংগ্রহ ১১৫ ও মায়াঙ্ক করেছেন ৮৪। সব মিলিয়ে প্রথম দিনের শেষে কোহলি ব্রিগেডের ব্যাটিং দাপটে প্রোটিয়াদের হাল খারাপ, তা বলাই যায়।

আরও পড়ুন – আগামীকাল থেকে নিষিদ্ধ হতে চলেছে নিত্যব্যবহার্য কয়েকটি প্লাস্টিকের দ্রব্যাদি