বিজেপি মূলত তাঁকে কলকাতার মেয়র হিসাবে প্রোজেক্ট করার লক্ষ্যেই দলে এনেছিলো। কিন্তু দিন যত যাচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপির দূরত্ব ততই বাড়ছে। এতটাই দূরত্ব যে কলকাতায় বিজেপি সভাপতি অমিত শাহের সভাতেও দেখা যায়নি শোভনকে। বিজেপিও বসে নেই। কলকাতা পুরসভা দখলে আনার সলতে পাকানোর কাজ শুরু করে দিয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নাকি নেওয়া হয়ে গিয়েছে।

বঙ্গ-বিজেপির অন্দরের সূত্র মারফত জানা যাচ্ছে যে, আগামী কলকাতা পুরসভা নির্বাচনে সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে কলকাতার ‘প্রোজেক্টেড মেয়র’ হিসেবে আনতে চলেছে বিজেপি। শীর্ষস্তরের বক্তব্য, বিধাননগরের মেয়র বা সেখানকার বিধায়ক নির্বাচন তো হাতে রইলোই, তার আগে মেয়র হিসেবে অভিজ্ঞ
সব্যসাচী দত্তকে কলকাতার ‘প্রোজেক্টেড মেয়র’ করেই ভোটে যাবে বিজেপি।

তবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে শোভনের কি হবে? এ প্রশ্নে সরগরম বিজেপির অন্দর। দলে যোগ দেওয়ার 24ঘন্টার মধ্যেই বিজেপির সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে শোভনের। শোভনের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে কিছুই জানেনা বিজেপি। সেই কারনে সব্যসাচীকে অনেকটাই এগিয়ে আনা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল ।

আরও পড়ুন-বরিসের ব্রেক্সিট নকশার শর্তে খুশি নয় ইউরোপিয়ান কর্তা
