সঙ্গিন অবস্থাতেও যাদবপুরে বাম বইয়ের স্টলে রেকর্ড বিক্রি, বৃহস্পতিবারও খোলা

লোকসভা ভোটে খরা, একটাও আসন জোটেনি। ভোট নেমেছে 6.28 শতাংশে। তবে সিপিএমের বই বিক্রিতে যেন বাণ লেগেছে। সিপিএমের দাবি, শারদোৎসবে শুধু যাদবপুরের বুক স্টলেই বই বিক্রি অঙ্ক ছাড়িয়েছে 3 লক্ষ টাকা। কথা ছিল, বিজয়া দশমীর রাতেই বন্ধ হবে মণ্ডপ চত্বরের বই বিপণি। কিন্তু পাঠকদের বিপুল সাড়ায় যাদবপুরের বই বিপণি আজ, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিল সিপিএম।

রাজ্যে বিরোধী পরিসরের দখল গেরুয়া শিবির নিলেও
বামপন্থী বইপত্তরের বিক্রি বেড়েছে বলে দাবি করেছে রাজ্য সিপিএম। যাদবপুরের মতো কেন্দ্রে তৃতীয় হয়েছেন সিপিএমের বিকাশ ভট্টাচার্য। তবে পুজোয় ওই যাদবপুরেই দেওয়া বাম বুক স্টলে বিক্রিবাটা হয়েছে আশাতীত। আলিমুদ্দিনের দাবি, যাদবপুরে মার্কসীয় ও শিশু প্রগতিশীল সাহিত্য বিক্রয় কেন্দ্রে 3 লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়েছে। এমন অভূতপূর্ব সাড়ায় বিস্মিত নেতারাও। সিপিএমের নেতা সুদীপ সেনগুপ্ত জানিয়েছেন, যাদবপুরের ওই স্টলে নবমীতে শুধু এক দিনেই বই বিক্রি হয়েছে 80 হাজার টাকার। উত্তর 24 পরগনা জেলার স্টলগুলিতে NRC সংক্রান্ত পুস্তিকা বেশি বিক্রি হয়েছে বলে দাবি সিপিএমের। হট কেকের মতো বিক্রি হয়েছে, সিপিএমের গঠনতন্ত্র, মার্কসবাদের নীতি, উদ্বাস্তু আন্দোলনে বামপন্থীদের ভূমিকা নিয়ে গুরুগম্ভীর বিষয় নিয়ে ব‌ইপত্র। যাদবপুরের স্টলে গিয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, নন্দিনী মুখোপাধ্যায়, মহম্মদ সেলিম, রবীন দেবরা। বই বিক্রির সাফল্য উদযাপনে দেখা গিয়েছে সুরকার দেবজ্যোতি মিশ্র, অভিনেত্রী ঊষসী চক্রবর্তী ও পরিচালক অনীক দত্তকেও।

Previous articleআয়ুষ্মান ভারতের পর আরও এক কেন্দ্রীয় যোজনা থেকে সরে এল রাজ্য
Next articleপিচ যেমনই হোক জিততে মরিয়া কোহলিরা