অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের নোবেল পুরস্কার পাওয়ার খবরে তাঁকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন। সাউথ পয়েন্ট স্কুল ও প্রেসিডেন্সি কলেজের এই প্রাক্তনীকে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন। আরও এক বাঙালি জাতিকে গর্বিত করলেন। আমরা আপ্লুত।”

Hearty congratulations to Abhijit Banerjee, alumnus of South Point School & Presidency College Kolkata, for winning the Nobel Prize in Economics. Another Bengali has done the nation proud. We are overjoyed.
জয় হিন্দ । জয় বাংলা ।
— Mamata Banerjee (@MamataOfficial) October 14, 2019
আরও পড়ুন-গুরুর পরে শিষ্য, অর্থনীতিতে নোবেল অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের

