এই হল তফাৎ। এই হল আসল উচ্চতা। নিজেকে এখনও অর্থনীতির ছাত্র বলে মনে করেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। সদ্য সম্মানিত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এক চিঠিতে অভিনন্দন জানানোর মধ্যেই নিজের এহেন পরিচয়টি দিয়েছেন তিনি।

আরও পড়ুন – অযোধ্যা মামলার শুনানি শেষ, ২৩ দিন পর রায়দান
