নিমতা খুনে গ্রেফতার দেবাঞ্জন দাসের বন্ধু। তবে সে প্রিন্স সিং নয়, বিশাল মারু। শুক্রবার বিশালকে আটক করেছিল পুলিশ। এফআইআর-এ নাম ছিল তাঁর। রাতভর জিজ্ঞাসাবাদের পর শনিবার বিশালকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, নবমী রাতের যে পার্টি থেকে ফেরার পথে বান্ধবীকে নিমতায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরছিলেন দেবাঞ্জন, সেই পার্টিতেও বিশাল ছিল।

বান্ধবীকে নামিয়ে বাড়ি ফেরার পথে খুন হতে হয় দেবাঞ্জনকে। খুব কাছ থেকে তাঁর ঘাড়ে এবং কনুইয়ের নীচে গুলি করা হয়। ঘটনায় বিশাল ছাড়া আর কে কে যুক্ত আছে, আদৌ আর কেউ জড়িত আছে কি না? সে বিষয়ে তদন্ত চলছে।


আরও পড়ুন-মোবাইলে লাকি ড্রয়ের প্রলোভনে পা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও দেড় লক্ষাধিক টাকা
