মহারাষ্ট্রে মহাজট অব্যাহত। ক্ষমতার আধাআধি ভাগ না পেলে বিজেপিকে সমর্থন দিতে রাজি নয় শিবসেনা। এরমধ্যেই বিজেপির রক্তচাপ বাড়িয়ে আজ আলাদাভাবে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাচ্ছে শিবসেনার 5 সদস্যের প্রতিনিধিদল। ইতিমধ্যেই শিবসেনার পরিষদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন বিধায়ক একনাথ শিন্ডে। তাঁর নাম প্রস্তাব করেন শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরের পুত্র বিধায়ক আদিত্য ঠাকরে। আজ দুপুর সাড়ে তিনটেয় মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির সঙ্গে সাক্ষাৎ করবেন শিবসেনার পাঁচ প্রতিনিধি। জল্পনা চলছে, সরকার গড়ার দাবি জানাতে পারেন তাঁরা। প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিন্ডে। যাবেন আদিত্যও। প্রশ্ন হল, কোন সংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্রে সরকার গড়ার সাহস দেখাবে শিবসেনা?

আরও পড়ুন – রাজ্য নয়, আজ থেকে কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ
