বিএসএনএল পুনরুজ্জীবনে ইতিমধ্যেই এমটিএনএলের সঙ্গে সংযুক্তিকরণ সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। এবার বিএসএনএলকে নিজের পায়ে দাঁড়াতে নতুন প্যাকেজ নিয়ে আসা হচ্ছে। এই প্যাকেজে থাকছে রীতিমতো চমক। এবার থেকে বিএসএনএল থেকে অন্য ফোনে ভয়েস কল করলে ৬ পয়সা পাওয়া যাবে, যা ভারতের টেলিকম ব্যবস্থা রীতিমতো চমকপ্রদ। দেশজুড়ে ব্রডব্যান্ড এবং ডিটিএইচ গ্রাহকদের এই সুযোগ দেবে বিএসএনএল।

মূলত জিওর সঙ্গে পাল্লা দিতে এই উদ্যোগ। গ্রাহক যদি বিএসএনএল থেকে ৫ মিনিট বা তার বেশি সময় ভয়েস কল করেন তাহলে নতুন প্যাকেজে ক্যাশব্যাক পাবেন। কর্তাদের বক্তব্য, আমরা গ্রাহকদের আরও বেশ কিছু নতুন সুবিধা দিতে চাইছি। ডিজিটাল ব্যবস্থার উন্নতি করছি। আগামী দিনে ধীরে ধীরে আমরা সব কিছুই প্রকাশ্যে আনব।

আরও পড়ুন – আপার প্রাইমারির দুই বিষয়ে নিয়োগে কোর্টের নির্দেশ
