বিজেপি-শিবসেনা জট কাটার পথে

মহারাষ্ট্রে কংগ্রেস সমর্থন করবে না শিবসেনাকে। এনসিপি-ও কংগ্রেসের মতকেই মেনে নিচ্ছে। এই অবস্থায় বিজেপিকে বেকায়দায় ফেলতে গিয়ে শেষ পর্যন্ত নিজেরাই ব্যাকফুটে শিবসেনা। লাগাতার বিজেপির বিরুদ্ধে তোপ দাগার পর আপাতত গেরুয়া শিবিরের শর্ত মেনে নেওয়া ছাড়া উদ্ধবের দলের সামনে বিকল্প পথ নেই। সোমবার দিল্লিতে বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ঠিক হয়েছে, মুখ্যমন্ত্রী পদ বিজেপি ছাড়বে না। পরিবর্তে একাধিক গুরুত্বপূর্ণ দফতর দেওয়া হবে শিবসেনাকে। পরিস্থিতি বুঝে পরে কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও আরও একটি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদ তাদের দেওয়া হতে পারে।