বিরাট শূন্য হাতে ফিরে গেলেও লিডিং পজিশনে ভারত

ইন্দোরে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে ভারত। প্রথম দিনের শেষটা যেখানে হয়েছিল, দ্বিতীয় দিনের শুরুটা সেখান থেকেই হল। তবে তার মাঝে আরও দুটি উইকেট হারাতে হয়েছে ভারতকে। শুধু তাই নয়, শূন্য হাতে সাজঘরে ফিরে গিয়েছেন ক্যাপ্টেন কোহলি। সৌজন্যে আবু জায়েদ। তার বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরে যান বিরাট।

যদিও বৃহস্পতিবারের মতো আজকেও নিজের দায়িত্ব পালন করে চলেছেন মায়াঙ্ক আগারওয়াল। মূলত, তাঁর ও অজিঙ্কা রাহানের যুগলবন্দীতে জলপান বিরতির দু মিনিট পরেই বাংলাদেশের দেওয়া দেড়শো রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় ভারত।

প্রথম দিন রোহিত শর্মা মাত্র 6 রানে আউট হয়ে গেলেও খেলার হাল ধরে রাখেন মায়াঙ্ক ও চেতেশ্বর পুজারা। শুক্রবারের শুরুতে পুজারা ফিরে গেলেও বিরাট কোহলি় ক্রিজে আসায় গ্যালারিতে বসে থাকা দর্শক আশায় বুক বাঁধেন যে, বিরাট দুরন্ত পারফরম্যান্স উপহার দেবেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। যদিও অধিনায়ক শূন্য হাতে ফিরে গেলেও লিডিং পজিশনে এখনও রয়েছে টিম ইন্ডিয়া। এই মুহূর্তে ভারতের স্কোর 3 উইকেট হারিয়ে 178। 28 রানে লিড করছে রবি শাস্ত্রীর শিষ্যরা।