Sunday, January 11, 2026

জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সব প্রশ্নের উত্তর দিতে হবে, সাফ জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নিশানায় এবার জম্মু-কাশ্মীর প্রশাসন তথা কেন্দ্র। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উপত্যকার নিষেধাজ্ঞা নিয়ে ওঠা প্রত্যেক প্রশ্নের জবাব দিতে হবে। জম্মু-কাশ্মীর প্রশাসন ৩৭০ ধারা বিলোপের পর রাজ্যে বিভিন্ন নিষেধাজ্ঞা চালু করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দীর্ঘ দীর্ঘ দু’মাসের বেশি সময় নানা নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই প্রসঙ্গেই সর্বোচ্চ আদালতের এই নির্দেশ।

সুপ্রিমকোর্টের সাংবিধানিক বেঞ্চ-এর প্রধান বিচারপতি এন ভি রমন কাশ্মীর প্রশাসনের পক্ষে সওয়াল করা সলিসিটর জেনারেল তুষার মেহতাকে পরিষ্কার ভাষায় জানান, উপত্যকায় নিষেধাজ্ঞা নিয়ে যুক্তি দেখিয়ে বহু আবেদনকারী চ্যালেঞ্জ জানিয়েছেন। ফলে এই প্রশ্নগুলির যথাযথ এবং তথ্য দিয়ে জবাব দিতে হবে। যে হলফনামা দেওয়া হয়েছে তাতে কোনো মীমাংসা হয়নি। মামলাটির দিকে যথাযথ মনোযোগ দিচ্ছেন না এমন ধারণা যেন সুপ্রিম কোর্টের তৈরি না হয়। পাল্টা তুষার মেহতা বলেন, আবেদনকারীদের অধিকাংশ বক্তব্য ভুল। তাঁর কাছে উপত্যাকার বর্তমান পরিস্থিতির সমস্ত তথ্য রয়েছে। কিন্তু তা আদালতে পেশ করবেন না। কারণ প্রতিদিনই সেখানকার পরিস্থিতির বদল হচ্ছে। সঠিক সময়ে রিপোর্টে তিনি জমা দেবেন। এর আগেও জম্মু-কাশ্মীরে নিষেধাজ্ঞা নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হয়েছিল সরকারকে। সুপ্রিম কোর্ট তুষার মেহেতাকে মনে করিয়ে দেন, কোনও একটি আবেদনের উপর ভিত্তি করে মামলাটি চলছে না। বর্তমান মামলা চলছে অনুরাধা ভাসিন এবং গুলাম নবি আজাদের করা আবেদনের ভিত্তিতে। এরা প্রত্যেকেই উপত্যকায় আন্দোলনের স্বাধীনতা এবং সাংবাদিকদের স্বাধীনতা দাবি করেছেন। এর আগে আরেকবার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিল জম্মু-কাশ্মীর প্রশাসন। ক্ষুব্ধ বিচারপতিরা বলেছিলেন, কাশ্মীর নিয়ে যা বোঝাবেন তাই বুঝব, এমন ভাববেন না।

আরও পড়ুন-অভিন্ন কর্মসূচিতে “ধর্মনিরপেক্ষতা” ঢোকাতে চায় কংগ্রেস, আপত্তি শিবসেনার

 

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...