মালদহ থেকে উদ্ধার ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট। সোমবার, ইংরেজ বাজার থানার পুলিশ মালদহ শহরের একটি হোটেলে হানা দিয়ে ৩জনকে গ্রেফতার করে। তাদের থেকে ৬০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের মধ্যে এক জন বাংলাদেশের নাগরিক। বাকি একজন মণিপুর ও অন্যজন কলকাতার ইকবালপুরের বাসিন্দা। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করে আরও তিনজনকে গ্রেফতার করে যাদের মধ্যে ২জন মালদহের ও একজন কলকাতার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মায়ানমার থেকে এই ইয়াবা ট্যাবলেট চোরা পথে মণিপুরে নিয়ে আসা হচ্ছিল।

অভিযোগ, বাংলাদেশ থেকে মালদহে চলে আসছে আন্তর্জাতিক মাদক পাচার চক্রের পান্ডারা। মালদহ থেকেই সীমান্ত দিয়েই চলছে। এখান থেকেই ইয়াবা ট্যাবলেট যাচ্ছে কলকাতায়। পুলিশ সূত্রে খবর, আগে ব্রাউন সুগার, কোকেন তৈরির জন্য পোস্তর আঠা মালদহ থেকে বাইরে পাচার হত। এখন কালিয়াচকেই মাদক তৈরির কারখানা হয়েছে। গোপনে তৈরি হচ্ছে ব্রাউন সুগার, কোকেনের মতো মাদক। এই ঘটনা ফের প্রমাণ করল শুধু কোকেন, ব্রাউন সুগারে থেমে নেই মালদহ আন্তর্জাতিক মাদক পাচার চক্র।

আরও পড়ুন-পেঁয়াজ-সহ অন্যান্য সব্জির কালোবাজারি রুখতে বাজারে হানা টাস্ক ফোর্সের
