মহারাষ্ট্র বিধানসভায় শপথ গ্রহণ শুরু৷ বুধবার সকাল সাড়ে আটটা থেকে মহারাষ্ট্রের সদ্য নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার কালিদাস কোলম্বকর। বিধানসভায় আছেন দেবেন্দ্র ফড়ণবীশ। নির্বাচিত 288 বিধায়ক একে একে শপথ নিচ্ছেন৷ বিধায়কদের শপথের জন্য বিধানসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। শরদ-কন্যা সুপ্রিয়া সুলে বিধানসভায় উপস্থিত আছেন৷ তিনিই জোটের বিধায়কদের স্বাগত জানাচ্ছেন৷ সুপ্রিয়া জানান, আজ খুবই আনন্দের দিন। দাদা অজিত পাওয়ারের পা ছুঁয়ে আশীর্বাদ নেন সুপ্রিয়া৷ ওদিকে এনসিপি নেতা রোহিত পওয়ার বলেছেন, “অজিত পওয়ার এনসিপিরই অঙ্গ৷ অজিত জানেন, সরকার কী ভাবে কাজ করে। তাঁর অভিজ্ঞতা আমাদের কাজে আসবে। অজিত পওয়ারের প্রত্যাবর্তনে দল খুশি”। শিবসেনার নীলম গোর্হে বলেছেন, ‘‘বালাসাহেব ঠাকরের স্বপ্ন আজ সত্যি হতে দেখে আমরা আনন্দিত। ‘মহা বিকাশ আগাডী’ নেতৃত্বে থাকবেন উদ্ধব ঠাকরে। শরদজির পথপদর্শন এবং সোনিয়া ম্যাডামের এতে যথেষ্ট অবদান রয়েছে। আমরা মহারাষ্ট্রের জন্য কাজ করব।’’
