বাবরি রায় যুক্তি দিয়ে নয়, বিশ্বাসের ভিত্তিতে হয়েছে! মত বিমানের

বাবরি মসজিদ মামলায় সুপ্রিম কোর্টে যে রায় বা মীমাংসা হয়েছে, তা যুক্তির উপরে দাঁড়িয়ে হয়নি। বরং, বিশ্বাসের উপরে ভিত্তি করে হয়েছে। শুক্রবার এমনটাই বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।

এদিন বাবরি মসজিদ ধবংসে অভিযুক্তদের শাস্তি ও ধর্মনিরপেক্ষতা বজায় রখার দাবিতে ১৭টি বামপন্থী ও সহযোগী দলের কেন্দ্রীয় মিছিল অনুষ্ঠিত। ধর্মতলা লেলিন মূর্তি থেকে রাজাবাজারে এসে শেষ হয় বামেদের এই মিছিল।

ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম-সহ একাধিক শীর্ষ নেতা এই মিছিলে পা মিলিয়েছেন।

১৯৯২ সালের ৬ ডিসেম্বর অযোধ্যায় বিতর্কিত বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। যা দেশের ইতিহাসে একটা কলঙ্কময় অধ্যায় বলেই চিহ্নিত করা হয়। অনেকেই মনে করেন, ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করা হয়েছিল এই দিনে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন, ৬ ডিসেম্বর দিনটি বর্বরতা দিন।