মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার মন্তব্য করলে, তা নিয়ে রাজ্যপালের প্রতিক্রিয়া চলতেই থাকে। বৃহস্পতিবার, ধর্মতলায় নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদ-সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, “সিএএ-র বিষয়ে দেশজুড়ে গণভোট চাওয়া হোক। রাষ্ট্রপুঞ্জের মতো নিরপেক্ষ প্রতিষ্ঠানকে দিয়ে সেই নির্বাচন সংগঠিত করা হোক”।

.@MamataOfficial. I am saddened that CM Mamata Bannerjee has taken to totally unacceptable unconstitutional route by her public stance of seeking outside intervention in our internal matters and ignored my appeal. This has immeasurably caused damage to our democratic fabric.
— Jagdeep Dhankhar (@jdhankhar1) December 20, 2019
সেই মন্তব্য নিয়ে একঘণ্টার মধ্যেই প্রথম প্রতিক্রিয়া দেন রাজ্যপাল। কিন্তু তা নিয়ে কোনও মন্তব্য করেননি শাসকদলের কেউই। এরপর শুক্রবার সকালে, নিজের টুইটার হ্যান্ডেলে সেই বিষয় নিয়ে ফের মুখ্যমন্ত্রীর সমালোচনা করেন জগদীপ ধনকড়।
টুইটে তিনি বলেন, “যেরকম বাইরের হস্তক্ষেপ চেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অসাংবিধানিক পথে হাঁটছেন, তা দেখে আমি গভীর ভাবে মর্মাহত। এতে দেশের গণতন্ত্রে অপূরণীয় ক্ষতি হল।”

একই সঙ্গে রাজ্যপাল জানান, তিনি মুখ্যমন্ত্রীকে বক্তব্য ফিরিয়ে নিতে অনুরোধ করলেও, তিনি তা করেননি। বর্ষীয়ান নেত্রী সাংবিধানিক পদে থেকে এই ধরনের মন্তব্য করতে পারেন না বলে মত রাজ্যপালের। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর অবস্থান দেশের সাংবিধানিক পরিকাঠামোর বিরোধী।
তবে, বৃহস্পতিবারের মতো, রাজ্যপালে শুক্রবারের প্রতিক্রিয়া নিয়েও শাসকদল ও মন্ত্রিসভার সদস্য কোনও প্রতিক্রিয়া দেননি।
