সেনসাস-এনপিআর নিয়ে দিল্লিতে বৈঠক

সেনসাস ও এনপিআর নিয়ে আজ, শুক্রবার সকাল ১১টা থেকে নিয়াদিল্লির আম্বেদকর ভবনে বৈঠক। পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যের মুখ্য সচিবরা বৈঠকে থাকছেন বলে খবর। বৈঠকে পৌরহিত্য করার কথা স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাইয়ের। দুটি ভাগে সেনসাসের কাজ হবে। ২০২০ ১এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর অবধি। এই সময়ে ব্যক্তির নাম, বাড়ির প্রধান, পরিবারের সদস্য ইত্যাদি জানতে চাওয়া হবে। দ্বিতীয় পর্ব শুরু ২০২১-এর ফেব্রুয়ারি। তখন ব্যক্তির কাছে থাকবে নির্দিষ্ট প্রশ্ন।

আর এনপিআর নিয়ে রাজ্যগুলিকে ফের ১৫জানুয়ারি নোটিশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ও কেরলে এনপিআর স্থগিত রয়েছে।