Sunday, December 28, 2025

‘রাসমণি’ দিতিপ্রিয়াকে কী বললেন কুণাল ঘোষ?

Date:

Share post:

ভিয়ানা ক্লাবের সরস্বতী পুজো উদ্বোধনের মঞ্চ।

বক্তা তখন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
মঞ্চে অন্য অতিথিদের মধ্যমণি জনপ্রিয় ধারাবাহিক রানি রাসমণির নামভূমিকার অভিনেত্রী দিতিপ্রিয়া।

কুণাল বললেন,” সেভাবে সিরিয়াল দেখা হয় না। কিন্তু দিতিপ্রিয়ার জনপ্রিয়তার কথা শুনেছি। আর যা শুনেছি তাতে বুঝেছি মেয়েটি ওর বয়সের রাসমণির ভূমিকায় যেমন ভালো অভিনয় করেছে, তার থেকেও ভালো অভিনয় করছে ওর থেকে অনেক বেশি বয়সের চরিত্রের রাসমণির ভূমিকায়। এটা বড় কৃতিত্ব।”

এর পর কুণাল বলেন,” ওর আরও সাফল্য কামনা করি। কিন্তু ওর সামনে দুটো চ্যালেঞ্জ আছে। প্রথমত ও এখন টুয়েলভের ছাত্রী।( কুণাল দিতিপ্রিয়াকে ভাষণের মধ্যেই প্রশ্ন করেন, স্টুডেন্ট তো? দিতিপ্রিয়া বলেন, টুয়েলভ) এই বয়সেই রানি রাসমণি চরিত্রকে ও জনপ্রিয় করেছে। এই ধারাবাহিক শেষ হলে এই ইমেজ থেকে বেরিয়ে আসাটা চ্যালেঞ্জ।


আর দ্বিতীয় চ্যালেঞ্জ হল, এই বয়সেই ও পাকাচুল চরিত্রে হিট। এরপর এর থেকে বেরিয়ে টলিউডের গ্ল্যামারাস নায়িকার লুক প্রতিষ্ঠা করতে হবে। সেটাও চ্যালেঞ্জ।
শুভেচ্ছা রইল, দিতিপ্রিয়া এই দুই ক্ষেত্রেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সফল হবে।”

দিতিপ্রিয়া এরপর তাঁর ভাষণে এই প্রসঙ্গটি বলেন,” হ্যাঁ, আমার সামনে এই চ্যালেঞ্জগুলো আছে। আমাকেই আমার রেকর্ড ভাঙতে হবে। আমি সিরিয়ালের পাশাপাশি সিনেমা করতেও শুরু করেছি। নতুন ছবি তৈরি হচ্ছে।”

ভিয়ানা স্পোর্টিংয়ের পুজোর মূল আয়োজক প্রিয়াঙ্ক পান্ডে ও তার সহযোগীরা।
উপস্থিত ছিলেন বিধায়ক স্মিতা বক্সি, সঞ্জয় বক্সি, শ্রীমান জয়, কাউন্সিলর সাধনা বসু, দেব সাহিত্য কুটিরের কর্ণধার রাজর্ষি ও রূপা মজুমদার, প্রবন্ধ রায়, সমাজসবী রাজীব জয়সওয়াল, মিমি দাস, অরুণ জয়সওয়াল, বিকাশ জয়সওয়াল,ওসি কৌশিক দাস প্রমুখ।
মঞ্চের অনুষ্ঠানের পর মন্ডপ ও প্রতিমা উদ্বোধন হয়। অপরূপ প্রতিমা দেখে মোবাইলে ছবি তুলতে শুরু করেন দিতিপ্রিয়াসহ অতিথিরাও।

spot_img

Related articles

নিরাপত্তা রক্ষীকে মারধরের অভিযোগে আটক হুমায়ুন-পুত্র: SP অফিস ঘেরাওয়ের হুমকি

ফের খবরের শিরোনাম হুমায়ুন কবীর। তবে এবার রাজনৈতিক কারণে নয়। স্রেফ ছেলের দাদাগিরির কারণে। পুলিশের নিরাপত্তা কর্মীকে মারধরের...

হাসপাতালে ভর্তি পরিচালক সুদেষ্ণা, আইসিইউতে রাখার সিদ্ধান্ত ডাক্তারদের! 

বেড়াতে গিয়ে শারীরিক অসুস্থতার কারণে জন্মদিনের দিন হাসপাতালে পরিচালক-অভিনেত্রী সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। সূত্রের খবর, ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে...

বর্ষশেষের শীতের আমেজে সামান্য বাড়ল কলকাতার উষ্ণতা 

বড়দিন থেকে জাঁকিয়ে শীত (Winter) , বছরের শেষ লগ্নেও ঠান্ডার দাপট অব্যাহত। যদিও আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সুড়ঙ্গে আটকে মেট্রো, রবিবার লাইন ধরে হেঁটে প্ল্য়াটফর্মে যাত্রীরা!

ফের ছুটির দিনে মেট্রোতে ভোগান্তি। রবিবার সকালে কলকাতা মেট্রোর ব্লু লাইনে (Kolkata Blue Line metro) ফের যান্ত্রিক গোলযোগে...