Thursday, August 28, 2025

কেন্দ্রীয় বাজেট ‘বেচো ইন্ডিয়া’, রাজভবন বিজেপি-র বর্ধিত কার্যালয়, কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের একদিন আগেই লোকসভায় কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সরব ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বাজেটকে ‘বেচো ইন্ডিয়া’ তকমা দিয়েছেন তিনি। অভিষেক বলেন, এই বাজেটে এলআইসি-কে বেচে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ প্রশ্ন তোলেন, এলআইসি বিক্রির কথা কী জানত সংসদ? এলআইসি-র কর্মীরা জানতেন? দেশবাসী জানত? তিনি বলেন, মোদি সরকার দেশভক্তি নিয়ে কথা বলে। যদি সত্যিই দেশভক্ত হয়, তাহলে অবিলম্বে এলআইসি-র বেসরকারিকরণের সিদ্ধান্ত প্রত্যাহার করুক। তিনি বলেন, এটাই তাঁর কাছে এলআইসি-র বেসরকারিকরণের বিরোধিতা করাই দেশভক্তি।

এরপরে মোদি সরকারকে তুলোধনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, দেশ মা-কে ভালবাসলে, তাঁকে বাজারে এনে কেউ নিলাম করতে পারে না।

মোদি সরকারের বেসরকারিকরণের তীব্র বিরোধিতা করেন অভিষেক প্রশ্ন তোলেন, সবই তো বেচে দিচ্ছে কেন্দ্র। কিন্তু রাজভবন নিয়ে কী ভাবছে। রাজ্যের রাজভবনগুলি এখন বিজেপি-র বর্ধিত কার্যালয়। অবসরপ্রাপ্ত বিজেপি নেতাদের সেখানে পুনর্বাসন দেওয়া হচ্ছে। এই মন্তব্যের পরেই বিজেপি বেঞ্চ থেকে অভিষেকের মন্তব্যের বিরোধিতা করা হয়। সঙ্গে সঙ্গেই বক্তব্য থামিয়ে অভিষেক বলেন, “আপনারা চাইলে এখুনি এই বিষেয় নিয়ে ১০ঘণ্টা বাগযুদ্ধ করতে পারি। দেখব কার গলায় কত জোর আছে”। এরপরেই অভিষেক বলেন, “সবাইকে সমান ভেবে আক্রমণ করতে যাবেন না। আপনাদেরই সমস্যা হবে”। আপাত শান্ত, ভদ্র অভিষেকের এই আক্রমণাক্ত মূর্তি দেখে মূহূর্তে গুটিয়ে যায় গেরুয়া শিবির।

দেখুন কী বললেন অভিষেক…

আরও পড়ুন-বাজেট ২০২০- কেন্দ্রীয় সরকারের ৩ মার্ডার: তীব্র আক্রমণ অভিষেকের

spot_img

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...