উস্কানিমূলক মন্তব্যের জন্য বিজেপি নেতা কপিল মিশ্র সহ বাকিদের বিরুদ্ধে এখনই এফআইআর করা যাবে না। বৃহস্পতিবার হাইকোর্টে এমনটাই জানিয়ে দিলেন দিল্লি পুলিশের সলিসিটর জেনারেল। দিল্লির বর্তমান পরিস্থিতিতে এফআইআর দায়ের করলে, তা শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ফলপ্রসূ হবে না বলে দাবি। দিল্লি পুলিশকে চার সপ্তাহ সময় দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ১৩ এপ্রিল।

বুধবার হাইকোর্ট প্রশ্ন করে কেন উস্কানিমূলক মন্তব্য সত্বেও এফআইআর করা হয়নি। বৃহস্পতিবারের মধ্যে আদালত তার জবাব চায়। আদালত কার্যত নির্দেশ দেয় এফআইআর করতে হবে অভিযুক্তদের বিরুদ্ধে। সেই মামলার শুনানিতে এদিন আদালতে পুলিশ জানায়, হিংসার ঘটনায় এখনও পর্যন্ত ৪৮টি এফআইআর দায়ের করা হয়েছে। কিন্তু উস্কানিমূলক মন্তব্যের জন্য কোনও এফআইআর দায়ের করা ঠিক হবে না। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে ১০৬ জন স্থানীয় বাসিন্দা। সংশ্লিষ্ট অঞ্চলের সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে পুলিশ। ওই ফুটেজ দেখে আরও গ্রেফতার করা হবে। সিসিটিভি ফুটেজে এলাকায় বহিগাতদেরও ঢুকতে দেখা গিয়েছে বলে জানায় পুলিশ।

আরও পড়ুন-দিল্লির হিংসায় মৃত্যু বেড়ে ৩৫
