আমাদের রক্ষা করুন! ইরান থেকে কাতর আবেদন পড়ুয়াদের

আমাদের রক্ষা করুন। দেশে ফিরিয়ে নিন। ইরান থেকে ডাক্তারি পড়তে যাওয়া প্রায় আড়াইশো কাশ্মীরি পড়ুয়ার কাতর আবেদন। মূলত তেহরান মেডিক্যাল কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে যান বহু কাশ্মীরি পড়ুয়া। আবার চিনের পর ইরানে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৩, আক্রান্ত প্রায় ৬০০। করোনায় আক্রান্ত দেশের ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি হেলথ মিনিস্টারও। রোজ বাতিল হচ্ছে উড়ান। বিমানবন্দরেই কার্যত ঘাঁটি গেড়েছেন পড়ুয়ারা। কাশ্মীরের এক পড়ুয়া বলেন, ‘‘প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টা করছি ফেরার। কিন্তু পারছি না। রোজ বিমান বাতিল। ভারত সরকারের কাছে আবেদন, প্লিজ আমাদের জন্য বিমান পাঠান।’’ ইরানে তীর্থ করতে গিয়েও অনেকে আটকে রয়েছেন কাশ্মীর ও লাদাখবাসী। ইরানে ভারতের রাষ্ট্রদূত গদ্দাম ধর্মেন্দ্র জানিয়েছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইরানের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে।

আরও পড়ুন-কেরলবাসীর মৃত্যু ঘিরে বিতর্ক, করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা

Previous articleদুর্গাপুজোর আগেই সুখবর! ১৫ হাজার শিক্ষক নিয়োগ রাজ্যে
Next articleশিক্ষক নিয়োগে আর মৌখিক পরীক্ষা নয়