কেন্দ্রীয় মন্ত্রিত্ব নাকি রাজ্যের মসনদ? সমস্ত সম্ভাবনা খোলা রেখেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার বিষয়ে দফায় দফায় আলোচনা চালাচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। আগামীকাল রাতেই বিষয়টি চূড়ান্ত হওয়ার কথা। এদিকে মঙ্গলবার ভোপালে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর শিবরাজ সিং চৌহানকে ফের ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে। মধ্যপ্রদেশের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তিনিই প্রথম পছন্দ। আপাতত শোনা যাচ্ছে, ১২ মার্চ ভোপাল থেকেই বিজেপিতে যোগ দেবেন সিন্ধিয়া। কমল নাথ সরকারকে আরও চাপে ফেলতেই এই কৌশল। তারপর ১৩ মার্চ রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কথা। বাজেট অধিবেশনের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলের সময় সিন্ধিয়াকে পূর্ণমন্ত্রীর পদ দিতে আগ্রহী বিজেপি।
