করোনা মোকাবিলা এবং লকডাউনের মধ্যেই ফের মানবিক মুখ দেখা গেলো সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর। আজ, পয়লা বৈশাখের দিন যাদবপুর লোকসভার অন্তর্গত সোনারপুরে একটি হোমের এইডস আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালেন মিমি৷ এক্ষেত্রেও মিমির মাধ্যম তাঁর আপ্ত সহায়ক অনির্বান ভট্টাচার্যের। অনির্বানের মাধ্যমেই শিশুদের হাতে তুলে দিলেন নতুন জামাকাপড়৷ তাদের একসঙ্গে খাবারের ব্যবস্থাও করেন তিনি।

এক ভিডিও বার্তার মাধ্যমে হোমের এইডস আক্রান্ত শিশুদের সাবাধানে থাকার পরামর্শ দেন। এর পাশাপাশি তাদের নতুন বছরের শুভেচ্ছাও জানান সাংসদ মিমি চক্রবর্তী ৷ সাংসদের এই উদ্যোগে পাশে এসে দাঁড়ায় বারুইপুর পুলিশ জেলা পুলিশ সুপার রশিদ মুনির খান ৷ তিনি নিজে এদিন হোমে উপস্থিত ছিলেন ৷ হোমের বাচ্ছাদের ঢঙ্গে সময়ও কাটান তিনি ৷ তাদের খাবার পরিবেশন করেন ৷

এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পুলিশ জেলার পদস্থ আধিকারিকরাও। তাঁরা লকডাউন কেন ও কী কারণে, তা বাচ্ছাদের বুঝিয়ে বলেন। পয়লা বৈশাখে মিমির মিমির দেওয়া উপহার হিসেবে নতুন জামাকাপড় পেয়ে খুশি সকলে।
