ভিডিও কলিংয়ে পরিবারের লোকদের সঙ্গে কথা বলছেন বাঙুরের কোভিড রোগীরা

সম্প্রতি রাজ্যের কোভিড হাসপাতালগুলিতে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। যা নিয়ে প্রবল বিতর্কও দানা বেঁধেছে। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিকল্প ব্যবস্থা।

সেই ব্যবস্থার অঙ্গ হিসেবে কলকাতার বাঙুর হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে পরিবারের লোকেদের কিছুক্ষণ কথা বলিয়ে দিতে এবার ভিডিও কলিংয়ের ব্যবস্থা চালু করা হলো। বাঙুর হাসপাতাল এবং বাঙুর সুপার স্পেশসালিটি হাসপাতাল এই দুই কোভিড হাসপাতালের রোগীরা একটি নির্ধারিত সময়ে পরিবারের সদস্যদের সঙ্গে মোবাইলে ভিডিও কলিংয়ের মাধ্যমে কথা বলতে পারছেন। প্রসঙ্গত, সল্টলেক আমরি কোভিড হাসপাতাল এই পদ্ধতি প্রথম চালু করে। এবার বাঙুরেও চালু হল সেই পদ্ধতি।

হাসপাতাল সূত্রে খবর, দুটি পর্যায়ে এই কথা বলার সময় ঠিক করা হয়েছে। দুপুর ৩-৫টা এবং অন্যটি হল বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৭টা। এই ব্যবস্থার জন্য চারটি ট্যাব কিনেছে বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ। দুটি ট্যাব মূল ভবনের রোগীদের জন্য এবং অন্য দুটি সুপার স্পেশালিটি ভবনের রোগীদের জন্য।