রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেছেন,” ২০ লক্ষ কোটি নয়। এটা ৪.২০ লক্ষ কোটির প্যাকেজ। এটা জিডিপির ১০% নয়, ২%। মানুষকে ভুল বোঝালো কেন্দ্র। আগেই সব হিসেবে ছিল।”
চাকরিহারা শিক্ষকদের(Teachers) একাংশকে নিয়ে আন্দোলনকারীদের ধরনার জেরে ঘেরাও হয়েছিলেন এসএসসি(ssc) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। দু'দিন পর শর্তসাপেক্ষে ঘেরাও-মুক্ত হলেন তিনি। হাইকোর্টে(Highcourt) এই দিন গুরুত্বপূর্ণ মামলার...