করোনার জের: ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে গুলাবো সিতাবো

করোনা সংক্রমণ শুরু হতেই দৈনন্দিন জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে। এবার পাল্টে গেল সিনেমা দেখার ধরণ। এতদিন পর্যন্ত ঘরে বসে ওয়েব সিরিজ দেখার চল ছিল।এবার করোনার জেরে সরাসারি ওটিটি প্ল্যাটফর্ম, আমাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে গুলাবো সিতাবো।

এপ্রিল মাসে থিয়েটারে মুক্তির কথা ছিল গুলাবো সিতাবোর।কিন্তু করোনার জেরে অনির্দিষ্টাকালের জন্য পিছিয়ে যায় মুক্তি। তাই দেরি না করে সরাসরি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি হতে চলেছে এই ছবি। ১২ জুন থেকে ডিজিট্যাল প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে এই ছবির।

সুজিত সরকারের এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা। টুইট করে বিগ বি লেখেন, “১৯৬৯ সালে ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেছি। এটা ২০২০। ৫১ বছর পেরিয়ে গিয়েছে। অনেক পরিবর্তন এবং অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। এবার আমাদের সামনে নতুন চ্যালেঞ্জ। আমাদের ছবি গুলাবো সিতাবো মুক্তি পাচ্ছে ডিজিট্যাল প্ল্যাটফর্মে। ১২ জুন আমাজন প্রাইমে প্রায় ২০০-র বেশি দেশে মুক্তি পাবে এই ছবি। আমি গর্বিত এমন একটা পরিবর্তনের অংশ হতে পেরে।”

Previous articleআক্রান্তের জোয়ারে মুম্বইয়ে বেড অমিল, হাসপাতালে সামাজিক দূরত্ব বিধি স্থগিত
Next articleপ্রতি মাসে নিজের বেতনের ৩০ শতাংশ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত রাষ্ট্রপতির