পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আজ, বৃহস্পতিবার নাগপুরের উদ্দেশে ঘরে ফেরানো হলো ২৯ জন পরিযায়ী শ্রমিককে।

দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশ কার্যকরী করতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের উদ্যোগে এই কর্মসূচির সমস্ত খরচ বহন করলো পশ্চিম বঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি।

কলকাতার রাজারহাট থেকে এই বাসটি আজ পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্রের নাগপুরের উদ্দেশে রওনা হলো। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন শহর কংগ্রেসের সভাপতি সেখ নিজামুদ্দিন।
