বিমান চলা আর আসন বিন্যাস নিয়ে জোর আলোচনা

বিমান কবে থেকে চলবে? সে নিয়ে নানা মত শোনা যাচ্ছে। একটি সূত্র জানাচ্ছে ১৫ মের পর বিমানের টিকিট বুকিং শুরু হয়ে যাবে। আবার একটি সূত্র বলছে, সম্ভবত ১৯ মে থেকে বড় শহর বা বিমানবন্দরগুলিতে বিমান চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে বিমানবন্দরগুলিকে উড়ানের জন্য সব রকমের ব্যবস্থা ফিরিয়ে আনতে বলা হয়েছে বলে খবর। পাশাপাশি বিমানে আসনের বিন্যাস কী হবে। একটি সূত্র উদাহরণ দিয়ে বলছে, ১৮৪ আসনের বিমানে ৩৬টি আসন খালি থাকবে। এবং শেষ সারি খালি থাকবে। ওই আসন অসুস্থ, ইমার্জেন্সি ঘটনায় ব্যবহৃত হবে। এখন দেখার বিষয় মঙ্গলবার থেকে বিমান চলে কি না!

Previous articleরাজারহাট থেকে ২৯ জন পরিযায়ী শ্রমিককে বাসে নাগপুর ফেরাল প্রদেশ কংগ্রেস
Next articleশেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত আরও ৮৭, মৃত ৮