Wednesday, November 12, 2025

লকডাউনের মাঝেই দমদম থেকে বাংলাদেশ গেল প্রথম বিমান

Date:

Share post:

লকডাউনের চতুর্থ পর্বে কেন্দ্রের নির্দেশে বন্ধ থাকছে বাস, লোকাল ট্রেন এবং বিমান পরিষেবা। এই লকডাউন পর্বের কড়াকড়ির মধ্যেও আজ সোমবার দমদম বিমানবন্দর থেকে ৯ টা ২৫ মিনিটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিচ্ছে প্রথম বিমানটি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, মোট 34 জন যাত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। যদিও এই যাত্রীদের বিমানে ওঠার আগে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়েছে। যার প্রথম ধাপ হিসেবে দমদম বিমানবন্দরে হেলথ চেকআপ ডেস্কে অপেক্ষারত চিকিৎসকদের কাছে তাদের স্বাস্থ্য পরীক্ষার সামনে পড়তে হয়। শুধুমাত্র থার্মাল স্ক্রিনিং নয়, রীতিমতো আরও বেশ কিছু শারীরিক পরীক্ষা, বরং বলা ভাল সমস্ত ধরনের পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পর চিকিৎসকরা তাদের বিমানে ওঠার ছাড়পত্র দিয়েছেন। এমনকি প্রত্যেক বিমানযাত্রীকে সেল্ফ ডিক্লারেশন ফর্ম ফিল আপ করে জানাতে হচ্ছে যে তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত নন। তারপরেই মিলেছে চূড়ান্তভাবে বিমানে ওঠার ছাড়পত্র। করোনা ভাইরাসের সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই উদ্দেশ্যেই দমদম বিমানবন্দরে এই স্বাস্থ্য পরীক্ষার কড়াকড়ি ও নিরাপত্তা, বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। আজ বেলা সাড়ে বারোটার সময় আরও একটি বিমান ঢাকা থেকে কলকাতা দমদম বিমানবন্দরে 167 জন ভারতীয়কে নিয়ে দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে।

প্রত্যেকটি যাত্রীকে নিয়ম মেনে এই সব ধরনের পরীক্ষার মধ্যে দিয়েই যেতে হবে বলে জানানো হয়েছে। যদিও বিমান থেকে নামলেই তারা ঘরে ফিরতে পারবেন তার কোনও নিশ্চয়তা দিতে পারেননি চিকিৎসকরা। কারণ, তাদেরকে 14 দিন কোয়ারেন্টাইনে নজরবন্দি থাকতে হবে। তারপরেই ঘরে ফেরার ছাড়পত্র মিলবে । আপাতত তারই অপেক্ষায় বাংলাদেশ থেকে দেশে ফেরার জন্য মুখিয়ে আছেন 167 জন ভারতীয় নাগরিক।

spot_img

Related articles

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের...

মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

বিজেপি বাংলাকে সম্মান করে না। এই বিজেপি মহিলাদেরও সম্মান করে না, করতে জানেও না। সেটা আরও একবার প্রমাণ...