সুপার সাইক্লোন আমফান আছড়ে পড়েছে স্থলভাগে। এই অবস্থায় কাজ করছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী উপকূলরক্ষীরা। এ বিষয়ে টুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। নিজের টুইটার হ্যান্ডেলে তিন লেখেন, “আমফান সুপার সাইক্লোনের বিষয়ে কর্মরত সবকটি এজেন্সির সঙ্গে সম্পর্ক রেখে চলছি। উপকূলরক্ষী দলের আই জি এ.কে.হারবোলা সমুদ্রে যাতে কোনো প্রাণহানি না ঘটে তার বন্দোবস্ত করেছেন। উপকূলরক্ষীদের সমর্পণভাব ও প্রচেষ্টা অত্যন্ত তারিফযোগ্য।”

আমি আমফান সুপার সাইক্লোনের বিষয়ে কর্মরত সবকটি এজেন্সির সঙ্গে সম্পর্ক রেখে চলছি। উপকূলরক্ষীদলের IG এ.কে.হারবোলা সমুদ্রে যাতে কোনো প্রাণহানি না ঘটে তার বন্দোবস্ত করেছেন। @IndiaCoastGuard এর সমর্পণভাব ও প্রচেষ্টা অত্যন্ত তারিফযোগ্য pic.twitter.com/geg0fyHOFE
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 20, 2020