Wednesday, August 27, 2025

পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়ে ভিলেন থেকে নায়ক সোনু

Date:

Share post:

দক্ষিণী এবং হিন্দি সিনেমার তারকা সোনু সুদকে নিয়ে প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কারণ, বাস ভাড়া করে নিজের দায়িত্বেই পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন তিনি। কর্নাটকে পৌঁছে দিয়েছিলেন কয়েকশো শ্রমজীবী মানুষকে।
সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে অনুমতি নিয়েই বেশ কয়েকটি বাসের বন্দোবস্ত করেন তিনি। অন্তত ৪০০-র বেশি শ্রমিককে নিয়ে লখনউ, প্রতাগড়, হরদোই, সিদ্ধার্থনগরের পথে ইতিমধ্যেই যাত্রা করেছে বাসগুলি।
সংবাদমাধ্যমকে সোনু সুদ জানান, যতদিন না সমস্ত পরিযায়ী শ্রমিকরা পরিবারের কাছে পৌঁছাতে পারছে, নিজের মতো করেই এই কাজ চালিয়ে যাবেন তিনি। এর পাশাপাশিই ভাওয়ান্ডি এলাকায় প্রতিদিন হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিকদের খাবারের ব্যবস্থা করেছেন তিনি। এছাড়া লকডাউন শুরুতেই পাঞ্জাবে স্বাস্থ্যকর্মীদের জন্য দেড় হাজার পিপিই কিট দান করেছিলেন দাবাংয়ের এই খ্যাতনামা অভিনেতা।
সিনেমায় ভিলেনের চরিত্রে অভিনয় করা মানুষটির সঙ্গে বাস্তব চরিত্রের যে আকাশ-পাতাল ফারাক, তা সামনে এলো আরও একবার। পরিযায়ী শ্রমিকদের যন্ত্রণা, কষ্ট তাঁর দৈনন্দিন জীবনকে চঞ্চল করে তুলেছে। আর তাই খেটে খাওয়া মানুষদের জন্য নিজের সবটুকুই উজাড় করে দিচ্ছেন সোনু। এই মহানুভবতাকে ধন্যবাদ জানালেও কম পড়ে হয়তো। প্রকৃতপক্ষে জীবনের চলচ্চিত্রে সোনু এভাবেই নায়ক হয়ে গেছেন নিজের অজান্তেই।
বলিউড অভিনেতার কাজে খুশি হয়ে এবার দরাজ গলায় তাঁর প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

সোনুর প্রশংসা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস দেন বিজেপির অভিনেত্রী সাংসদ, মন্ত্রী। সেখানে তিনি লেখেন, গত ২ দশক ধরে সোনুকে চেনেন তিনি। অভিনেতা হিসেবে তাঁর প্রতিপত্তিও প্রত্যক্ষ করেছেন তিনি।  কিন্তু এই দুঃসময়ে অভিনেতার পাশাপাশি যে সহৃদয় মানুষের সত্ত্বা তাঁর মধ্যে দেখতে পাচ্ছেন, তাতে তিনি সোনুর উপর গর্ববোধ করছেন বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী।
সোনু সুদ যেভাবে অসহায় মানুষগুলির পাশে দাঁড়াচ্ছেন, তাতে তাঁর উপর সম্মান আরও বেড়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী ।

spot_img

Related articles

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...