Tuesday, August 26, 2025

আমফানকে বুড়ো আঙুল দেখাল শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ক

Date:

Share post:

আমফানে বিপর্যস্ত গোটা বাংলা। ঘূর্ণিঝড়ের তাণ্ডব চেনা বাংলার ছবি পাল্টে দিয়েছে। তবে এই দুর্যোগকে কার্যত বুড়ো আঙুল দেখাল টালা ট্যাঙ্ক। ১৩০ কিলোমিটার বেগে আসা ঘূর্ণিঝড়কে তোয়াক্কা করল না শতাব্দী প্রাচীন এই ট্যাঙ্ক। জল ধরে ওজন বাড়িয়ে কলকাতা পুরসভার আধিকারিকরা এ যাত্রায় উতরে দিল টালা ট্যাঙ্ককে। জানা গিয়েছে, এই কাজের নেপথ্যে রয়েছেন কলকাতা পুরসভার ডিজিএম (জল) অমিতাভ পাল।

এই ট্যাঙ্কের ক্রেন নিয়ে আশঙ্কা ছিল ইঞ্জিনিয়ারদের। এদিকে ট্যাঙ্কের একাংশের মেরামতির কাজ চলছে। ঘূর্ণিঝড়ের আগেই এই ট্যাঙ্ক নিয়ে দুশ্চিন্তা শুরু হয় কলকাতা পুরসভার আধিকারিকদের। হাইড্রোলিক সিস্টেমে টালা ট্যাঙ্কে অনবরত জল ওঠানামা করে। ট্যাঙ্কে জল জমা থাকে না। ট্যাঙ্কের ৪টি ইউনিট ৮৫ হাজার মেট্রিক টন জল ভরে জল সাপ্লাই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন অমিতাভ পাল। সিদ্ধান্ত নেওয়া হয়, বিকেল পাঁচটা থেকে রাত পর্যন্ত কোনও জল নামতে দেওয়া হবে না। বাড়ানো হবে ট্যাঙ্কের ওজন। চাবি বন্ধ করে জল নামা বন্ধ করে দেওয়া হয়। ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা ৯ মিলিয়ন গ্যালন। ৮ মিলিয়ন গ্যালন জল ভরা হয় ট্যাঙ্কে। ওজন হয় ৮৫ হাজার মেট্রিক টন। যার ফলে আঁচড় কাটতে পারল না আমফান। সোমবার পরীক্ষার পর ইঞ্জিনিয়াররা জানান, সব ঠিক আছে। জল পরিষেবাও কলকাতার বিস্তীর্ণ অংশে স্বাভাবিক রাখা গিয়েছে আমফান পরবর্তী পরিস্থিতিতে।

পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “জল ধরে রেখে ওজন বাড়িয়ে দেওয়া হয়েছিল ট্যাঙ্কের। ট্যাঙ্ক মেরামতির কাজে বিদেশ থেকে ২ কোটি টাকা ব্যায়ে ক্রেন আনা হয়েছিল। তবে শুধুমাত্র সেদিনের জন্য ওই ক্রেন মুভবেল করে দেওয়া হয়। হাওয়ার গতি যেদিকে ছিল ক্রেনও সেদিকেই মুখ করে ছিল। তাই বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গিয়েছে।”

spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...