আজ বেহালার বাড়ি থেকে আইসিসির বৈঠকে সৌরভ

আজ আইসিসির বৈঠক। দুপুর থেকে ভিডিও কনফারেন্সে বৈঠক শুরু হবে। বেহালার বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মূলত টি-২০ বিশ্বকাপ নিয়ে ক্রীড়াপ্রেমীদের আগ্রহ। বিশ্বকাপ যে হচ্ছে না, সেটা প্রায় পরিষ্কার। এখন শুধু সরকারি সিলমোহর পড়ার অপেক্ষা। বছর শেষে অস্ট্রেলিয়ায় কোহলিদের সঙ্গে সিরিজের কথা ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই সিরিজ খেলার অনুমতি মিলবে বলেই অনুমান করা হচ্ছে। যদি ভারত -অস্ট্রেলিয়া সিরিজ করা যায়, তাহলে বিশ্বকাপ নয় কেন? ক্রিকেট অস্ট্রেলিয়ার যুক্তি দ্বিপাক্ষিক সিরিজে দুটি দলের ৩২জন বা সব মিলিয়ে ৪০-৪৫ জনের ঝক্কি। অন্যদিকে বিশ্বকাপে ১৬ দলের ২৫৬ জনকে বিভিন্ন কেন্দ্রে সামলাতে হবে। অস্ট্রেলিয়া অবশ্য জানিয়ে দিয়েছে অক্টোবর পর্যন্ত তাদের সমস্ত সীমান্ত বন্ধ থাকবে। অস্ট্রেলিয়া চিন্তিত যদি ভারত সফর না হয়, সেই বিষয় নিয়ে। এই কারণে তাদের ৩৫০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হতে পারে। ফলে দেখার বিষয় কী সিদ্ধান্ত হয়।

Previous articleফের গাছ, বিদ্যুতের খুঁটি, ট্র্যাফিক সিগন্যাল উপড়ে কলকাতা স্তব্ধ
Next articleদুজনের ব্যাটিং গ্রিপে অদ্ভুত মিল! কোন খুদের ছবি পোস্ট করলেন সচিন ?