উপসর্গহীন রোগীদের থেকে করোনা সংক্রমণ হবার সম্ভাবনা কম এমনটাই দাবি করেছিল ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। এবার এই দাবি থেকে সরে এল তারা। উপসর্গহীনদের থেকে করোনাভাইরাস সংক্রমণ কতটা ছড়ায়, তা এখনও একটি ‘বড় প্রশ্ন’ বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিজ্ঞানী। মঙ্গলবার তিনি এ কথা বলেন। প্রসঙ্গত, এর আগে গত সোমবার সংস্থাটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভে এক সংবাদ ব্রিফিংয়ে বলেছিলেন, ‘উপসর্গহীন রোগীদের মাধ্যমে করোনা ছড়ানোর ঘটনা বেশ কম।’

একটি সংবাদ মাধ্যমে বলা হয় মারিয়ার বক্তব্য বিভ্রান্তির সৃষ্টি করে। তাঁর এ বক্তব্যের পর স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখাতে শুরু করেন। এরপর আগের বক্তব্য থেকে সরে আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মঙ্গলবার এক ব্রিফ্রিং ডেকে মারিয়া বলেছেন, এই পর্যবেক্ষণ তুলনামূলকভাবে ছোট্ট অধ্যয়নের ভিত্তিতে করা হয়েছিল।



