সহশিল্পীরা অবাক সুশান্তের এই আত্মঘাতী হওয়ার ঘটনায়। বিস্মিত হয়ে তাঁরা বলছেন…

অনুপম খের : প্রিয় সুশান্ত, কেন, কেন, কেন?

অক্ষয় কুমার : শোকস্তব্ধ করে দিল।

রাজীব শুক্লা : আমাকে চমকে দিয়েছে। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। দিল্লিতে কতবার আমার কাছে এসে দেখা করেছে। আকর্ষণীয় অভিনেতা ছিলেন, সে ছোট হোক আর বড় রোল, সবেতেই মন ভাল করে দিতেন। এত কম বয়সে এমন শিল্পীর চলে যাওয়া সত্যি মানা যায় না।

বীরেন্দ্র শেওবাগ : জীবন ক্ষণস্থায়ী। কার ওপর দিকে যাচ্ছে বোঝা যায় না।

বাবুল সুপ্রিয় : রহস্যজনক ঘটনা। আমি মর্মাহত।

বিপাশা বসু : আমি হতবাক

পার্নো মিত্র : সুশান্ত আত্মঘাতী! অবিশ্বাস্য!

নেহা ধুপিয়া : খবর শুনে বিশ্বাস হচ্ছে না

অজয় দেবগন : ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষতি হয়ে গেল
