Tuesday, November 11, 2025

“আমাদের দিলীপদা”, আমফানে দুর্গতদের ক্ষতিপূরণের জন্য ওয়েব সাইট বিজেপির

Date:

Share post:

শাসকদলের বিরুদ্ধে শুধু দুর্নীতির অভিযোগ তুলে বসে থাকা নয়। এবার আমফান দুর্গতদের পাশে দাঁড়াতে অভিনব পন্থা অবলম্বন করল রাজ্য বিজেপি। আমফানে প্রকৃত দুর্গত, কিন্তু এখনও ক্ষতিপূণ পাননি, তাঁদের জন্য নতুন একটি ওয়েব সাইট আনলো গেরুয়া শিবির। সেই ওয়েব সাইটের নামকরণ করা হয়েছে ”আমাদের দিলীপদা”। যেখানে গিয়ে আমফানের ক্ষতিপূরণ নিয়ে সরাসরি রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষকে সমস্যার কথা জানাতে পারবেন দুর্গতরা।

নতুন এই ওয়েব সাইট প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “যাঁরা
এই ওয়েব সাইটে নাম নথিভুক্ত করবেন ক্ষতিগ্রস্থদের সেই নামের তালিকা আমরা কেন্দ্রকে পাঠাব। রাজ্য সরকার চাইলে তাদেরকেও দেওয়া হবে”।

রাজ্য বিজেপি সভাপতি আরও, “মুখ্যমন্ত্রী কমিটি করলেও কিছুই লাভ হয়নি। সঠিক করে সার্ভে হয়নি। এত গ্রাম, বিডিও কোথায় যাবেন? বিরোধীদের নিয়ে কাজ করলে এটা সম্ভব হত। তাই রাজ্য সরকার কী করবে সে দিকে না তাকিয়ে থেকে আমরা নিজেরাই ওয়েব সাইট বানিয়েছি। যেখানে প্রকৃত দুর্গত মানুষরা নিজেদের নাম নথিভুক্ত করাতে পারবেন”।

এদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর কড়া নির্দেশের পরই ইতিমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে দল। শোকজ যেমন করা হচ্ছে, একইভাবে বহিষ্কারের পথেও হাঁটছে তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আবার এক ধাপ এগিয়ে জানিয়েছেন, শুধু শোকজ বা বহিষ্কারই নয়, প্রয়োজনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে দুর্নীতিবাজদের বিরুদ্ধে।

দিলীপ ঘোষ অবশ্য তৃণমূলের এই পুরো বিষয়টিকেই কটাক্ষ করেছেন। তাঁর কথায়, “সবাইকে শাস্তি দিন। অনেককে বহিষ্কার করা হচ্ছে। আসলে এসবই নিজেরদের ভাবমূর্তিকে ঠিক রাখার জন্য। কিন্তু মানুষকে এভাবে ভুল বোঝানো যাবে না।”

দেখে নিন…

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...