Saturday, January 10, 2026

কোভিড বিমা , অতিমারির এককালীন টাকার দাবিতে শুটিং বন্ধ করল জি ও সান বাংলা

Date:

Share post:

কোভিড বিমা ও অতিমারির এককালীন টাকার দাবিতে সমস্ত ধারাবাহিকের শুটিং বন্ধ করে দিল জি বাংলা এবং সান বাংলা। শুক্রবার থেকেই বন্ধ হল শুটিং। এ দিন সকালে ফেডারেশনের পক্ষ থেকে চ্যানেল কর্তাদের এই খবর জানানো হয়।


সূত্রের খবর, শুটিং বন্ধের বিষয়টি ফেডারেশন আর চ্যানেলের পারস্পরিক টাকাপয়সার বিবাদ ঘিরে তৈরি হয়েছে। এই বিষয়ে চ্যানেলের কর্মকর্তারা জানিয়েছেন, অতিমারির সময় চ্যানেলের তরফ থেকে টেকনিশিয়ানদের এককালীন কিছু টাকা দেওয়ার কথা চ্যানেল নিজে থেকেই ঘোষণা করে। ওই সময়ে যদিও কোনও কাজ হয়নি, তবুও যে সমস্ত টেকনিশিয়ান দৈনিক কাজের হিসেবে টাকা পেতেন, তাঁদের কাজ বন্ধ হয়ে যাওয়ায় চ্যানেল তাঁদের সাহায্যের জন্য এগিয়ে আসে। কিন্তু টেকনিশিয়ানদের অভিযোগ, সেই টাকা তাঁরা আজও পাননি। অপরদিকে, ফেডারেশনের সম্পাদক স্বরূপ বিশ্বাস বলেন, “মহামারির সময় যে টাকা দেওয়ার কথা ছিল তা আজও এসে পৌঁছয়নি। তাই টেকনিশিয়ানরা একটা নির্দিষ্ট দিনের দাবি করেছেন চ্যানেলের কাছে। সেই দিনটা জানতে পারলেই কাজ শুরু হবে।”

টেকনিশিয়ানদের শুটিং বন্ধ করার সিদ্ধান্ত একটি বড় প্রশ্ন তুলেছেন চ্যানেল কর্তৃপক্ষ। তাঁরা বলছেন, লকডাউনের সময় যে এককালীন টাকা দেওয়ার কথা তা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি মাধ্যমে আসবে। এই কর্পোরেট প্রক্রিয়ায় টাকা আসতে একটু সময় লাগে। সেই সময়টুকু না দিয়ে দুম করে শুটিং বন্ধ করা যায়?

এদিকে কোভিড বিমা নিয়ে চ্যানেল কর্তৃপক্ষকে পাল্টা প্রশ্ন করেছেন ফেডারেশানের সম্পাদক স্বরূপ বিশ্বাস।
তিনি বলেন, “শুধু টাকা নয়, এখনও অনেক ধারাবাহিক বিমার বিষয়টাও সম্পূর্ণ করেনি।” এই বিষয়গুলিকে কেন্দ্র করে শুরু হয়েছে ঝামেলা । আর তার জেরে বন্ধ হল শুটিং।

spot_img

Related articles

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...