ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের। কয়েকদিন ধরে তেমন করে বৃষ্টির দেখা নেই। এদিকে উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে , উত্তর বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ।

৪ আগস্ট মঙ্গলবার নিম্নচাপ তৈরি হবে। এই নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখার আরও শক্তিশালী হবে। বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের এর জেরে হবে ব্যাপক ঝড় বৃষ্টি।

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে। তবে, রবিবার ও সোমবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। তারপর থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। বাতাসে জলীয় বাষ্প থাকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

এদিকে, নিম্নচাপের ফলে মৌসুমী অক্ষরেখার আরও শক্তিশালী হবে। বৃষ্টি বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পূর্ব ভারতের রাজ্যগুলিতে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবে সমুদ্রের অভ্যন্তরে। এর কারণে মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের উত্তর বঙ্গোপসাগরে প্রবেশে নিষেধাজ্ঞা তৈরি হয়েছে।
কলকাতায় রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।
