Thursday, August 21, 2025

ওয়েবসাইট থেকে উধাও সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য! রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে

Date:

Share post:

আপলোড করা হয়েছিল সরকারি নিয়মবিধি মেনে । কিন্তু তারপর ওয়েবসাইট থেকে উধাও হল সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য । পুরো ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মঙ্গলবারই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে কিছু তথ্য আপলোড করা হয়েছিল । এরপর বৃহস্পতিবার ওই তথ্যগুলি সরিয়ে দেওয়া হয় ওয়েবসাইট থেকে । সংবাদমাধ্যমে তারপরই দাবি করা হয় যে, তিন মাস আগে লাদাখে যে চিনের সেনা ঢুকে পড়েছিল তারই প্রমাণ ছিল ওই নথিতে ।লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন শুক্রবার সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।
গত ১৫ জুন ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্টের কাছে দু’দেশের সেনার সংঘর্ষে মারা যান ২০ জন ভারতীয় সেনা। ওই ঘটনার পরে সর্বদল বৈঠকে মোদি দাবি করেছিলেন, ভারতের সীমান্ত অতিক্রম করে কোনও অনুপ্রবেশ হয়নি। প্রধানমন্ত্রীর ওই দাবি ঘিরে সেই সময়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা।
এরপর দফায় দফায় বৈঠক হয়েছে । কিন্তু করোনা আবহের মধ্যেও লাদাখে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে কোনও সমাধান সূত্র মেলেনি।
কমান্ডার পর্যায়ের পঞ্চম দফা বৈঠকের পর চিন সাফ জানিয়ে দিয়েছে, তাদের সেনা প্রত্যাহার শেষ। প্যাংগং লেকের ফিঙ্গার পাঁচ থেকে আট পর্যন্ত যে এলাকায় তারা বসে পড়েছে, সেখান থেকে সরার প্রশ্নই নেই। ফলে দর কষাকষির প্রশ্নে রীতিমতো ব্যাকফুটে দিল্লি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রকের নথি সামনে আসায় ফের সরব কংগ্রেস নেতৃত্ব।
রাহুল গান্ধী প্রথমে টুইট করে বলেন, প্রধানমন্ত্রী কেন মিথ্যা কথা বলছেন? পরে প্রতিরক্ষা মন্ত্রক ওই নথি সরিয়ে দিতেই রাহুল ফের টুইট করেন, ‘‘চিনের সঙ্গে পাল্লা দেওয়া তো দূর, ভারতীয় প্রধানমন্ত্রী তাদের নাম নিতেই সাহস পাচ্ছেন না। চিন আমাদের ভূখণ্ডে বসে রয়েছে এই তথ্য অস্বীকার করলে এবং ওয়েবসাইট থেকে নথি সরিয়ে নিলে সত্য পাল্টাবে না।’’
ওই নথিতে দুই দেশের সামরিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকেরও উল্লেখ ছিল বলে জানা গেছে । দ্বিপাক্ষিক ওই বৈঠকে সীমান্ত থেকে দুই দেশের সেনাকে পিছিয়ে নেওয়া থেকে শুরু করে বাড়তি সেনা সরিয়ে নেওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনার কথা উল্লেখ রয়েছে ।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...