শারীরিক অবস্থার উন্নতি হয়েছে সিটু নেতা অনাদি শাহু। আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। কোভিড আক্রান্ত হওয়ায় প্রথমে তাঁকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপরে স্থানান্তরিত করা হয় বিবেক-বিবেচনা বেলভিউ নার্সিংহোমে। সেখানেই আইসিইউ-তে ছিলেন তিনি। বেশ কয়েকদিন আগেই তাঁর কোভিড পরীক্ষার রেজাল্ট নেগেটিভ আসে। কিন্তু বয়স এবং অসুস্থতার কারণে তাঁকে এখনও হাসপাতালে রেখে দেওয়া হয়েছে। আরও দু’একদিন হাসপাতালে থাকার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
