Wednesday, November 5, 2025

মহামারির আবহে জম্মুর পাহাড়ি গ্রামে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম সঙ্ঘ

Date:

Share post:

জম্মুর পাহাড়ি অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে তাদের উন্নয়নে অনবরত কাজ করে চলেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। এবার করোনা পরিস্থিতিতে পাহাড় ঘেরা জম্মু শহরের দুর্গম এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মোবাইল মেডিকেল ভ্যান চালু করল জম্মু ভারত সেবাশ্রম সঙ্ঘ।এই পরিষেবা চালানোর জন্যে  এস বি আই লাইফ ইন্স্যুরেন্স -এর উদ্যোগে ৩ অগস্ট   মোবাইল মেডিক্যাল ভ্যান তুলে দেওয়া হয় ভারত সেবাশ্রম সঙ্ঘের জম্মু শাখার প্রধান স্বামী সত্যামিত্রানন্দ মহারাজের হাতে। পাশাপাশি মোবাইল মেডিক্যাল পরিষেবা চালাতে সঙ্ঘকে আর্থিক সহযোগিতাও তুলে দেওয়া হয় এস বি আই লাইফ ইন্সুরেন্সের পক্ষ থেকে। এই বিষয়ে সত্যমিত্রানন্দ মহারাজ বলেন, অমরনাথ যাত্রা ও বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের থাকা-খাওয়াসহ নানা সহযোগিতা করার পাশাপাশি জম্মু-কাশ্মীরের দুর্গম এলাকায় পিছিয়ে পড়া মানুষদের শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন সহ নানা কাজ করে চলেছি আমরা । এরই অঙ্গ হিসেবে এই মোবাইল মেডিকেল ভ্যানের মাধ্যমে এবার দুর্গম পাহাড়ি অঞ্চলে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন সঙ্ঘের চিকিৎসকরা।সপ্তাহে ছ দিন এই মোবাইল মেডিক্যাল ভ্যান পাহাড়ের গ্রামগুলিতে ঘুরে ঘুরে মেডিক্যাল পরিষেবা দেবে।মহারাজ বলেন, জম্মু আশ্রমে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দশটি স্কুলকে চেয়ার, টেবিল, বেঞ্চ, আলমারি সহ নানা সামগ্রী তুলে দেওয়া হয়। ১২৫ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দেওয়া হয়েছে এবং অনেকগুলি স্কুলে শৌচালয় তৈরি করে দেওয়া হয়েছে ও পানীয় জলের ট্যাঙ্ক দেওয়া হয়েছে সঙ্ঘের পক্ষ থেকে।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...