Sunday, January 11, 2026

ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নয়া রেকর্ড মোদির, ভাঙলেন বাজপেয়ীর রেকর্ড

Date:

Share post:

ফের রেকর্ড গড়লেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিসংখ্যান বলছে, এবার অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি দিন মসনদে থাকার রেকর্ড গড়লেন তিনি। ভেঙে দিলেন বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রেকর্ডও।

অ-কংগ্রেসি প্রধানমন্ত্রীদের মধ্যে এতদিন কেউ দেশ শাসন করেননি, যেটা করলেন বা করছেন নরেন্দ্র মোদি। হিসাব বলছে, সবমিলিয়ে ২২৬৮ দিন প্রধানমন্ত্রী ছিলেন বাজপেয়ী। সেই রেকর্ড আজ ১৩ অগস্টে ভেঙে দিলেন মোদি। নতুন রেকর্ডের অধিকারী হলেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী।

এর আগে প্রথমবারের জন্য ২০১৪ সালের ২৬ মে শুরু হয় মোদিরাজ। ৫ বছরের মেয়াদ পূর্ণ করার পর ফের তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেন ৩০ মে ২০১৯ সালে। কোনও অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী এর আগে দুটি পূর্ণ মেয়াদ সরকার চালাতে পারেননি। সেই নিরিখেও মোদি যে রেকর্ড গড়েছেন, তা বলাই যায়।

তবে সব দেশের প্রধানমন্ত্রীর নিরিখে এখনও অনেক এগিয়ে জওহরলাল নেহরু। আর সেই তালিকায় মোদি চতুর্থ স্থানে। প্রথম তিনে রয়েছেন যথাক্রমে জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী ও মনমোহন সিং। নেহরু প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন ১৭ বছর। তাঁর কন্যা ইন্দিরা ছিলেন ১১ বছরেরও বেশি। সবশেষে ২০০৪-২০১৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেননি মোদি।

spot_img

Related articles

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...

উন্নত ভারত তরুণ নেতাদের বার্তালাপ: উন্নত ভারতের জন্য যুব নেতৃত্বের উন্মোচন

ডঃ মনসুখ মাণ্ডভিয়া ভারতের উন্নয়নের ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকের তরুণদের চিন্তা, কল্পনা ও নেতৃত্বের মধ্য দিয়ে। কীভাবে দেশ দ্রুত...