বিজেপিতে শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহজাদ আলি

শাহিনবাগ আন্দোলনের অন্যতম মুখ শাহজাদ আলি যোগ দিলেন বিজেপিতে। নাগরিকত্ব আইনের প্রতিবাদে প্রথম সারিতে দেখা গিয়েছিল তাঁকে। রবিবার, গেরুয়া শিবিরে যোগ দিলেন তিনি।

দক্ষিণ দিল্লিতে সিএএ-এনপিআর বিরোধিতায় প্রতিবাদের শাহিনবাগের অন্যতম মুখ হয়ে উঠে ছিলেন শাহজাদ। সেই তিনিই এদিন রাজ্য সভাপতি আদেশ গুপ্তা ও শ্যাম জাজুর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন। বিজেপিতে যোগ দিয়ে শাহজাদ আলি বলেন, “বিজেপির বিরুদ্ধে মুসলমানদের ভুল বোঝানো হচ্ছিল। বিজেপি আমদের শত্রু নয়। আমরা একসঙ্গে বসে সিএএ নিয়ে কথা বলব। সেই কারণেই আমি দলে যোগ দিলাম”।
বিজেপির রাজ্য সভাপতি আদেশ গুপ্তা জানান, মুসলিমদের উন্নতির মূলস্রোতে আনাই লক্ষ্য।
বিজেপি নেতা শ্যাম জাজু বলেন, মুসলিমরা বুঝতে পেরেছেন তাঁদের নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। যখন সিএএ নিয়ে কথা হচ্ছিল তখন কিছু রাজনৈতিক দল মুসলিমদের ভুল পথে চালিত করেছে। যখন তাঁরা বুঝেছেন, তখন শাহিনবাগে উপস্থিত মানুষ আজ বিজেপিতে আসছেন। যদিও এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে শাহিনবাগ আন্দোলনের অন্যান্য নেতৃত্ব।