বিশ্বভারতীর জট খুলতে সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকলেন জেলাশাসক

বিশ্বভারতীর পাঁচিল ভাঙা কাণ্ডে পরিকল্পিতভাবে সরকারি সম্পত্তি ভাঙচুর, লুটপাট, প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে একাধিক দুবরাজপুরের তৃণমূল বিধায়ক নরেশ বাউড়ি-সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। অশান্তি অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এদিকে, বিশ্বভারতীর মতো ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের এমন অচলাবস্থার বিষয়টি যেহেতু রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয়স্তরে ইস্যু হয়েছে, তাই তড়িঘড়ি জট কাটাতে তৎপর বীরভূম জেলা প্রশাসন। আগামীকাল, বুধবার নিজের দফতরে সব পক্ষকে নিয়ে বৈঠক করবেন জেলাশাসক মৌমিতা গোদারা। এই মর্মে সব পক্ষকে চিঠি দিয়ে আসতেও বলেছেন জেলাশাসক। বৈঠকে যোগ দিতে আহ্বান জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও।

Previous articleদিলীপের বাড়িতে কৈলাশ-মুকুল, থাকলেন দুই জেলার বৈঠকেও
Next articleবিশ্বভারতী কাণ্ড: ভাঙচুরের ঘটনায় সিবিআই তদন্তের দাবি চাইতে পারে কর্তৃপক্ষ