Wednesday, November 12, 2025

লকডাউনে জেনিফার আর ধ্রুবর ওয়ার্ক আউট, কিশোর সাহার কলম

Date:

Share post:

কিশোর সাহা

লকডাউনে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের দুই ভাল্লুক-ভাল্লুকি ধ্রুব আর জেনিফারের কাণ্ডকারখানা দেখলে ভাল লাগতে পারে। দুজনেই শরীর ঠিক রাখার জন্য সকাল থেকে নানা কসরৎ করছে। অনেকে বলতে পারেন, ওয়ার্ক আউট করছে। জেনিফার যেমন সকাল থেকে কাঠের ডাম্বেল নিয়ে ব্যস্ত। সে নিজেকে ঠিক রাখতে নানা ভাবে ডাম্পেল নিয়ে কসরৎ করেছে।

ধ্রুবর ব্যাপারটাই আলাদা। সে সকাল থেকে নিজের গণ্ডিতে থাকা টায়ারের সঙ্গে কল্পিত যুদ্ধ করেছে। বেঙ্গল সাফারির কর্মীরা যাকে বলে থাকেন, ধ্রুবর ওয়ার্ক আউট! তবে লোকজন থাকলে, জনসমাগম দেখলে ধ্রুব সেই যে গুহায় গিয়ে সেঁধোবে তাকে বের করাই মুশকিল। খাবার দিয়ে বহু কষ্টে ডেকে বার করতে হয় সে সময়।

এখন লকডাউন বলেই ধ্রুব আর জেনিফারের নানা মজাদার কার্যককলাপ উঠে আসছে ক্যামেরায়। বেঙ্গল সাফারি পার্কে তরফে তা তুলে ধরা হচ্ছে সকলের সামনেই। সাফারির এক কর্তা জানান, পশুপাখিপ্রেমীরা এখন সাফারি পার্কে আসতে পারছেন না। তাতে কি! আমরা পশুপাখিদের দৈনন্দিন নানা কাণ্ডখারখানা আগ্রহীদের কাছে তুলে ধরতে চাই। ধ্রুব আর জেনিফারের নানা কার্যকলাপ দেখতে নিয়মিত ভিড় হয় বেঙ্গল সাফারিতে। দুজনেে মুডে থাকলে নানা মজাদার ঘটনা ঘটিয়ে দর্শকদের মনোরঞ্জন করে থাকে। মিষ্টি রোদ থাকলে মুখ হাঁ করে রোদে গড়াগড়ি করে শুয়ে থাকতে মজা পায় ওরা। সেই ছবি তুলতে দর্শকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়।

এখন প্রায় ছমাস ধরে বেঙ্গল সাফারি বন্ধ। লোকজনের সমাগম না থাকায় সকাল থেকে সন্ধ্যা অবধি ধ্রুব আর জেনিফারকে দেখা যায় তাদের জন্য বরাদ্দ জায়গার খোলা অংশেই। ফলে, গোপন ভিডিও ক্যামেরায় তাদের কাণ্ড রেকর্ড হয়ে যায়। যা দেখে সকলেই মুগ্ধ হয়ে যান।

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...