বেজিং থেকেই সারা বিশ্বে কোভিড ১৯ ছড়িয়েছিল বলে অভিযোগ। এর জেরে কার্যত একঘরে হয়ে ছিল চিন। একবার নয়, দুবার করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়েছে চিনে। কিন্তু তারপরও সংক্রমণ কিছুটা কমতেই মাস্ক পরা নিয়ে নিয়ম শিথিল করল বেজিং। শুক্রবার, বেজিংয়ে প্রশাসন জানিয়েছে, এখন থেকে মাস্ক না পরে বেরোলেও চলবে।

কিন্তু যেখানে চিনে দ্বিতীয়বার সংক্রমণের ঢেউ রয়েছে, সেখানে বেজিং প্রশাসনের এই ধরণের সিদ্ধান্তের সমালোচনা করছেন বিশেষজ্ঞরা। তবে, সেখানকার প্রশাসনের দাবি, যেহেতু গত ১৩ দিন ধরে একটিও নতুন করোনা আক্রান্তের খবর মেলেনি,সেই কারণেই এই সিদ্ধান্ত।
তবে, বেজিং-এর স্থানীয় বাসিন্দারা এই নির্দেশকে তেমন আমল দেননি। শুক্রবারও, প্রায় ৮০ শতাংশ মানুষ মাস্ক পরেই বেড়িয়েছেন। তাঁদের বক্তব্য, এখনও আতঙ্ক কাটেনি। তাই মাস্ক পরে বেরতেই স্বচ্ছন্দ্য বোধ করছেন। এই নিয়ে দ্বিতীয়বার মাস্ক না পরার নির্দেশ দিল বেজিং প্রশাসন। এপ্রিল মাসের শেষ একবার মাস্ক না পরার নির্দেশ জারি করে বেজিংয়ের মিউনিসিপ্যাল সেন্টার ফর ডিজিস কন্ট্রোল। কিন্তু তারপরেই নতুন করে ব্যাপক হারে সংক্রমণ ছড়িয়ে পড়ে। সেই ভুল থেকে যে বেজিং প্রশাসন যে শিক্ষা নেয়নি সেটাই মনে করছেন বিশেষজ্ঞরা।