আরব আমিরশাহী থেকে দেশে ফিরছেন রায়না! থাকছেন না আইপিএল-১৩তে

আরব আমিরশাহী থেকে দেশে ফিরছেন সুরেশ রায়না। আইপিএল ১৩-তে দেখা যাবে না তাঁকে। চেন্নাই সুপার কিংসের তরফে একটি টুইট করে জানান হয়েছে এই খবর।

এদিন টুইট করে সিএসকে জানায়, “ব্যক্তিগত কারণেই দেশে ফিরছেন রায়না। তাই এবারের মতো আইপিএলে দেখা যাবে না তাঁকে। তাঁর ও তাঁর পরিবারের সবসময় পাশে রয়েছে দল।”

সত্যিই কি ব্যক্তিগত কারণের জন্যই দেশে ফিরছেন সুরেশ? আচমকাই ঠিক কী কারণের জন্য আইপিএল-১৩-তে থাকতে পারছেন না তিনি? নাকি দলে অনেকের করোনা রিপোর্ট পজিটিভ আসার কারণে তিনি ফিরছেন?

শুক্রবার জানা গিয়েছিল, সিএসকে-র বোলার দীপক চাহার ও ১২ জন সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত। শনিবারই আরও এক ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড়ও সংক্রমিত হয়েছেন।

তবে সুরেশ রায়না দেশে ফেরা নিয়ে নিজে কিছুই জানাননি।

Previous articleবিমানের ভেতর মাস্ক পরা নিয়ে কড়া পদক্ষেপ ডিজিসিএ-র
Next articleহাতে মাত্র একদিন, রিভিউ পিটিশনের শুনানি অনিশ্চিত, কণাদ দাশগুপ্তর কলম